যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হয়েছে। মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রীত সিংহ আনন্দের বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ দাবি করা হয়।
‘তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের লিওন বি. জনসন স্কুল অব পাবলিক এফেয়ার্সে একাডেমিক লেকচার সেশনে এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনন্দ আরো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে দীর্ঘপথ পাড়ি দিয়েছে এবং সম্ভবত বাতাস আমাদের অনুকূলে রয়েছে।
তবে এখনো একসঙ্গে অনেক পথ যেতে হবে। আনন্দ বৃহস্পতিবার ‘দ্য ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া এন্ড দ্য ফিউচার অব দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক বক্তৃতায় এসব কথা বলেন।
মার্কিন এ কর্মকর্তা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ বেশ কিছু উন্নয়নের কথা উল্লেখ করেন। আনন্দ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন কর্মকর্তা বলেন, নয়াদিল্লী শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের স্থল সীমানা বিরোধ নিষ্পত্তি করেছে এবং বঙ্গোপসাগরের সমুদ্রসীমা বিষয়ে একটি জাতিসংঘ ট্রাইব্যুনালের রুলিং মেনে নিয়েছে।