Thu. Oct 16th, 2025
Advertisements

14বান্দরবানে রুমা রিজুক ঝরণায় নিখোঁজ শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৯.৪৫ মিনিটে বান্দরবান ফায়ার সার্ভিস এর ডুবুরি দল প্রায় এক ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া বগুড়া আজিজুল হক কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক তৌফিক আহমেদ সিদ্দিকীর লাশ উদ্ধার করে।

বান্দরবান জেলার পর্যটন স্পট রিজুকদেখতে সপরিবার গিয়েছিলেন সবাই মিলে ঝরনায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হলেন বগুড়া আজিজুল হক কলেজ অ্যান্ড বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক তৌফিক আহমেদ সিদ্দিকী। শনিবার দুপুর আড়াইটায় রুমা উপজেলায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার তৎপরতায় নেমেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দুপুরে বগুড়া আজিজুল হক কলেজ অ্যান্ড বিশ্ব বিদ্যালয় শিক্ষক তৌফিক আহমেদ সিদ্দিকী তার পরিবারের সদস্যসহ ১৩ জনের একটি পর্যটক টিম রুমার পর্যটন স্পট রিজুক ঝরনার সৌন্দর্য্য ঘুরতে যান।

তবে তার পরিবারের সদস্যরা হারিয়ে যাওয়ার বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি।