Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nawgaআগামী ২০-২২ সেপ্টেম্বর নওগাঁয় অনুষ্ঠিতব্য ৩দিন ব্যাপি প্রবীণ বিষয়ক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচীর সার্বিক দিক বিষয়ে সংবাদ কর্মীদের অবগতকরণের লক্ষ্যে রোববার দুপুরে বরেন্দ্র কমিউনিটি রেডিও হলরুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রবীণ অধিকার বিষয়ক এক সেনসেটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায় হতে ৩০জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। স্থানীয় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কারিগরী সহায়তায় বাস্তবায়নাধীন চলমান প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পের অংশ হিসাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অংশগ্রহণকারী সংবাদকর্মীরা দলীয় আলোচনার মাধ্যমে নওগাঁ জেলার প্রবীণদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে পরামর্শ প্রদান করেন। কর্মশালার সেশন পরিচালনা করেন হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর প্রতিনিধি বেলায়েত হোসেন ও বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান। কর্মশালায় উপস্থিত সংবাদকর্মীরা প্রবীণ অধিকার বিষয়ক তাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও ফিচার এবং ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন। আগামী ২০-২২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক উৎসবে সার্বিক সহায়তা প্রদানের জন্য বিএসডিও’র পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানোনা হয়।