ফুলবাড়ীর উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম বাসিয়াপাড়া গ্রামের মোঃ সজমুদ্দিন এর পুত্র মোঃ সাদ্দাম (৩২) পাশ্ববর্তী ঝাঝিরা গ্রামের জমিতে কাজ করতেছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। ঐ অবস্থায় লোকজন রুদ্রানী স্থানীয় কমিউনিটি সেন্টারে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।