দীর্ঘ ১০ বছর পর আজ সোমবার ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তন চত্বরে দুপুর ১ টায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি ।
প্রধান বক্তা ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইমদাদুল হক ও জেলা আ’লীগের সা: সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী।
সম্মেলনের প্রধান সমন্বয়কারী ছিলেন সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহবায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা।
উল্লে নতুন কমিটিতে আসার জন্য ৩টি প্যানেল কয়েকদিন ধরে কাউন্সিলরদের বাড়ি বাড়ি ভোট চাচ্ছে।