Sat. Oct 25th, 2025
Advertisements

67kনিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থের ১ কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকে ফেরত আসছে।
সোমবার ফিলিপাইনের একটি আদালত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে এ অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম মোজাম্মেল হক।
পরে বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ চুরির বাকি অর্থও শিগগিরই ফেরত আসবে।
চলতি বছরের ফেব্র“য়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা।
চুরি হওয়া এ অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে।
ফিলিপাইনের বিভিন্ন সংস্থা চুরি যাওয়া অর্থের কিছু অংশ নানাভাবে উদ্ধার করে। উদ্ধার হওয়া সেই অর্থ ফেরত পেতে ফিলিপাইনের আদালতে বাংলাদেশ আবেদন করে। বাংলাদেশের হয়ে আবেদনটি করে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।