রংপুরের পীরগঞ্জের চন্ডিপুরে কথিত বন্ধুক যুদ্ধে হুমায়ুন কবীর নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি শুটারগান ও ২ রাউন্ডগুলি উদ্ধার করে। আজ ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতদের একটি সংঘবদ্ধ দল আরো বড়ধরণের ডাকাদির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল । পুলিশও আত্মরক্ষার জন্য গুলি ছুড়লে ঘটনাস্থলে নিহত হয় হুমায়ুন। নিহত হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালির ডেফুলিয়া গ্রামে।
সোমবার বিকালে সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পাট ব্যবসায়ী হাফিজুর রহমান। এসময় ডিবি পুলিশ পরিচয়ে
তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করে, নিহত হুমায়ুনের নেতৃত্বে পাঁচ ডাকাত। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে।