মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা গ্রামে ববিতা খাতুন (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে বজ্রপাতের সময় তার মৃত্যু হয়। শারীরিক অসুস্থতার সঙ্গে বজ্রপাতের শব্দে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলে ধারণা করছে পরিবার।
নিহত ববিতা খাতুন এ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেনা সদস্য ইসমাইল হোসেনের স্ত্রী।
জানা গেছে, ইসমাইল হোসেন বগুড়া সেনানিবাসে একজন সৈনিক হিসেবে কর্মরত। স্ত্রী ববিতা খাতুন ৫ মাস বয়সী শিশু কন্যাকে নিয়ে হিন্দা গ্রামে পিতার বাড়িতে বসবাস করছিলেন। কয়েকদিন থেকে ডায়রিয়া ও জ্বরে ভুগছিলেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে বজ্রপাতের বিকট শব্দে তিনি জ্ঞান হারানা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আজ সকালে স্বামী ইসমাইল ছুটে আসেন শ্বশুর বাড়িতে। স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হয়ে হিন্দা গ্রামের কবরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
শারীরিক দুর্বলতার কারণে বজ্রপাতের শব্দ সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।


