ময়নুল হক,নীলফামারী: নীলফামারীর ডোমারে সাপের কামড়ে স্বাধীর কুমার রায়(২৭)নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। সে ডোমার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দোলাপাড়া গ্রামের মৃত সরৎ চন্দ্র রায়ের ছেলে।
জানা গেছে,গত সোমবার রাত ১০টার দিকে বাড়ীর পার্শবর্তী পাটাকাটা বিলের ধারে লেট্রিন সেরে বিলের নালায় পানি নিতে গিয়ে বিষধর সাপ হাতে কামড় দেয়। রাতেই পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।