Sat. Oct 25th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীতে ‘এমএল ঐশী’ নামের যাত্রীবাহী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী আলেয়া বেগম জানান, ডুবে যাওয়া লঞ্চটিতে ৪০ থেকে ৫০ জনের মতো যাত্রী ছিল। ডোবার পর লঞ্চটির অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে ওঠে। তবে ১৫ থেকে ২০ জন এখনো নিখোঁজ আছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। এ ছাড়া বরিশাল ও বানারীপাড়া থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পুরোদমে উদ্ধার তৎপরতা শুরু হবে।