খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬: ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের সুযোগ্য ও ক্রিয়াবিদ জেলা প্রশাসক সহ ক্রীড়া সংস্থার সভাপতির বিদায় দিলেন জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ। বুধবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম হলরুমে এক আলোচনার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের সম্পূর্ণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি ফারুক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য পবির গুপ্তা বুয়া, শরিফুল ইসলাম শরিফ সহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য বৃন্দ।