Fri. Oct 24th, 2025
Advertisements

61খোলা বাজার২৪, বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬:প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের অভ্যন্তরে ও ক্রসবর্ডার সিকিউরিটি জোরদার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে দেশের নিরাপত্তা সংস্থাসমূহকে আরো বেশী তৎপর হওয়ার তাগিদ দেয়া হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ডিজিএফআই’র কার্যক্রম আরো যুগোপযোগী,গতিশীল, কার্যকরী এবং আধুনিকায়নের লক্ষ্যে ফলপ্রসু গোয়েন্দা প্রশিক্ষণ প্রদান এবং সন্দেহজনক অনলাইন আর্থিক লেনদেন মনিটরিং এর সুপারিশ করা হয় ।
সভায় সাম্প্রতিককালে দেশে সংগঠিত সন্ত্রাসী হামলার মাষ্টার মাইন্ডদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বাংলাদেশ সেনা বাহিনী,বিমান বাহিনী, নৌ বাহিনী প্রধানগণ,স্বরাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।