Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

nurul-islam-nahid-on-thursdখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জঙ্গীবাদ নির্মূল করতে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীরা যাতে বিভ্রান্ত হতে না পারে সে বিষয়ে শিক্ষকদের সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে সরকার বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বায়নের এ যুগে সর্বক্ষেত্রে মেধা ও মননশীলতার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন মেধার বিকাশে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো, তেমনি প্রাতিষ্ঠানিকভাবেও সম্মানিত হলো।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নিজ হাতে এসব পদক প্রদান করেন।
শিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- ও ভবিষ্যত পরিকল্পনা উল্লে¬খ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে জনগণের অর্থে অর্থায়ন করে। এই অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার বিস্তার এবং মানসম্মত ও টেকসই গবেষণা তথা সামগ্রিকভাবে মেধাবিকাশের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রত্যয়ী।
তিনি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের জাতির অন্যতম কৃতী সন্তান হিসেবে উল্লেখ করে একবিংশ শতাব্দীতে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান ।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ^ায়নের এ যুগে অর্থনীতিতে গতিশীলতা আনতে শিক্ষার কোন বিকল্প নেই, সরকার সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, শিক্ষার আধুনিকায়নে সরকার বছরের প্রথম দিনে ৩৩ কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে, ৪০% ছেলেমেয়েকে উপবৃত্তি, ২০ হাজার কম্পিউটার ল্যাব চালু করেছে, ২৪ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুমে ছাত্র-ছাত্রীরা ক্লাস করছে, কারিগরি শিক্ষা বিস্তৃত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করছে, মাদ্রাসার এক হাজার ৩০০টি ভবন নির্মাণ করা হয়েছে এবং আরও ১৮০০টি ভবন নির্মাণের কাজ পরিকল্পনাধীন আছে।
উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান স্বাগত বক্তব্য দেন।