খোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: ৪৫ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ফুটবল ক্রীড়া প্রতিযোগীতায় ঝিনাইদহ সরকারী নলডাঙ্গা ভুষণ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষর্থীরা চ্যাম্পিয়ান হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন । আজ সকাল ১১ টার সময় ঝিনাইদহ কালীগঞ্জ সরকারী ভুষন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার । বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঠান্ডু , কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলী , উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন প্রমুখ। অনুষ্ঠানে কৃর্তি খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করা হয় ।