বাংলাদেশ ক্রিকেট দলের আগামী ০২ বছরের হোম সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক যা সেপ্টেম্বর ২৫, ২০১৬ তারিখ থেকে বাংলাদেশ-আফগানিস্তান খেলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। অক্টোবর ০৫, ২০১৬ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও এ ধারা অব্যাহত থাকবে। সিরিজের নামকরণ করা হয়েছে “রকেট-ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং”।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেপ্টেম্বর ২০, ২০১৬ তারিখে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসন্ন সিরিজেন স্পন্সর ঘোষণা করে।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব কে.এস. তাবরেজ, ইমপ্রেস টেলিফিল্ম লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, বিসিবি’র মার্কেটিং এন্ড কমার্সিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জনাব জালাল ইউনুস উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিন ছিলেন।
সিরিজের নামকরণ স্বত্ব, স্ট্যাম্প ব্র্যান্ডিং, গ্রাউন্ড পেরিমিটার বোর্ড ব্র্যান্ডিং, সাইট স্ক্রিন ব্র্যান্ডিং, মিড ওয়াল ব্র্যান্ডিং, মিড উইকেট পিচ মেট ব্র্যান্ডিং, বাউন্ডারি রোপ ব্র্যান্ডিং, টিম বাস, হোভার কভার, ট্রফি আনভেইলিং, ট্রফি এন্ড অ্যাওয়ার্ড ব্র্যান্ডিং, প্লেয়ার্স ডাগ-আউট ব্র্যান্ডিং, কমেনটেটরদের ব্যাকড্রপ/ পুরস্কার প্রদান ইত্যাদি স্বত্ব পেয়েছে ডাচ্-বাংলা ব্যাংক ।
ডাচ্-বাংলা ব্যাংক দেশের খেলাধূলার উন্নয়নে সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকে এবং ক্রিকেট, হকি ও গল্ফ ইত্যাদি টুর্নামেন্টে স্পন্সরের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য যে, ২০০০ সালে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম উদ্বোধনী টেস্ট ম্যাচের গর্বিত স্পন্সর ছিল ডাচ্-বাংলা ব্যাংক।