Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২ হাজার পিস ইয়াবাসহ একজজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকালে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজারস্থ ক্যাফে সাতকানিয়া হোটেল এন্ড রেস্তোরার সামনে বিশেষ অভিযান পরিচালনাকরা হয়।

আটক আসামী মোঃ আব্দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং, কাঞ্চনপাড়া মোঃ নুরুল ইসলামের পুত্র।

জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া ) জানান, ডিবি পুলিশের একটি দল ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আব্দুল আমিনকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট কম দামে ক্রয় করিয়া চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বেশী দামে বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া প্রাথমিক জিজ্ঞাসাবোদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।