খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, প্রবীন সাংবাদিক মোঃ তসলিমউদ্দিনসহ অন্যরা।
“জঙ্গীবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” শোগানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মোহাঃ জোনাব আলী, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকগণ, জেলা শিক্ষা অফিসার মোখলেশুর রহমান আকন্দ, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের জেলা শষ্য গবেষণা কর্মকর্তা সামস-ই-তাবরিজ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নহিরউদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমী, বিআরটিএ’র সহকারী পরিচালক স্বদেশ কুমার, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরাসহ সরকারী বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ। বক্তারা, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, কোন সন্ত্রাস, নির্যাতন বা নাশকতা ও জঙ্গিবাদ কোন ধর্মেই সমর্থন করেনা। জঙ্গিবাদ থেকে ফিরে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে মনযোগ দিতে হবে। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ করে বাংলাদেশকে রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানানো হয়।