Mon. Oct 20th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: এখন পর্যন্ত ৩১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৯৯টি ম্যাচে। আর একটি জয় পেলেই শততম জয়ের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সেঞ্চুরি পূর্ণ করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দলের দারুণ এই অর্জনের অপেক্ষায় আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূর্ণ করতে পারলে তা সত্যিই ভালোলাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, আরো ভালো লাগবে। এখন সে অপেক্ষায় আছি আমরাও।’
এমন একটি মাইলফলকের ম্যাচে অধিনায়ক থাকছেন মাশরাফি। অনুভূতিটা কেমন—এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে আমি না থাকলেও কেউ না কেউ এই সময় অধিনায়কের দায়িত্বে থাকতেন। তবে আমার অধিনায়কত্বে এমন অর্জন এলে তা খুবই ভালো লাগার ব্যাপার হবে।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের জন্য বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তাই বেশ সতর্ক অবস্থানে আছেন মাশরাফি। কালকের ম্যাচে জিততে হলে প্রথম ম্যাচের তুলনায় যে আরো ভালো ক্রিকেট খেলতে হবে, সেটা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন অধিনায়ক, ‘কাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে আগের ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এর আগে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে জয়ের শতক পূর্ণ করার পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে যাবে মাশরাফি বাহিনী।