Tue. Oct 21st, 2025
Advertisements
4970
খোলা বাজার২৪,বুধবার,২৮ সেপ্টেম্বর, ২০১৬:  গণতন্ত্রকে ধ্বংস করে দেয়ার প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের অংশগ্রহন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাজারে ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন। জিয়া সামাজিক সংস্থা( জিসাস) এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুর্ষ্পাঘ্য অর্পন করা হয়। এ সময়ে জিসাসের সভাপতি আবুল হাসেম রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। আর সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন হলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয় না। বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে বলে বিগত আট বছর যাবত নির্বাচন সুষ্ঠ হয়নি। ভোটারেরা ভোট দিতে পারেনি।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশাপাশি বিএনপির সংগ্রামী ও পরিক্ষিত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিক চিকিতসায় তিনি কিছুটা উন্নাতি হয়েছিলেন। হঠাত করে চলে গেলেন। এ রকম কঠিন সময়ে হান্নান শাহ মত লোকের বড় বেশি প্রয়োজন ছিল। তার শূন্যতা পুরন হবার নয়। তার পরিবার ও আত্মীয়-স্বজনদের সমবেদনা জানাচ্ছি।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমানের আর্দশের সৈনিকদের নিয়ে আমরা ফুল দিয়েছি তার মাজারে। জিয়াউর রহমান গুনীদের সম্মান দেয়ার জন্য এ্যায়ার্ড দেয়া চালু করেছিলেন। তিনি শুধু রাষ্ট্রপতিই ডয়লেন না তিনি শিক্ষাস্কৃতির পূজারী ছিলেন।