Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬:  তরুণ সমাজের কাছে ভাল তথ্য পৌছাতে হবে। অবাধ তথ্য প্রবাহের যুগে আকাশ সংস্কৃতি যুব সমাজকে ধংস করে দিচ্ছে। অবাধ তথ্য সরবরাহের মাধ্যমে উন্নয়নের গতি ধারাকে তরান্বিত করে।

আজ বুধবার সকালে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উদযাপনে এবারের শ্লোগান ছিল “তথ্য পেলে মুক্তি মেলে,সোনার বাংলার স্বপ্ন ফলে”।

চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা।

চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সনাক চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার ।

সভায় চট্টগ্রামে কমরত বিভিন্ন এনজিও সংস্থা,শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯ টায় নগরীর ডিসি হিল থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জাকির হোসেন রোড হয়ে সার্কিট হাউজ এসে শেষ হয়।

সার্কিট হাউজের আলোচনা সভায় বক্তারা বলেন,আমরা সবাই মাুনষের অধিকার সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সরকারী এবং বেসরকারী সংস্থা সবাই মিলে স্বচ্ছতার সাথে কাজ করবো। আমাদের স্বচ্ছ কর্মকান্ড গুলো জনগনের মাঝে পরিস্কার করতে পারলেই উন্নয়ন নিশ্চিত হবে। দেশের প্রত্যেকটি নাগরিকের তথ্য জানান অধিকার রয়েছে। তথ্য দিয়ে তাদেকে সহায়তা করতে হবে।

বক্তারা বলেন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।