Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬: রাজধানীতে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার ও মোঃ আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান জানান-মসজিদ মার্কেট, আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকাতে “মেডিসিন প্লাস” প্রতিষ্ঠান মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ মাইন উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা, “লেড ফার্মা” একই অপরাধে ব্যবস্থাপক মোজাফফর হাসান’কে ২০ হাজার টাকা জরিমানা, “ভাগ্যকুল সুইটস্ এন্ড বেকারী” অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদ উর্ত্তীণ বিক্রয় করায় ব্যবস্থাপক জগদিশ চন্দ্র ষোঘ’কে ৫ হাজার টাকা জরিমানা, “মুসলিম সুইটমিট” নোংরা পরিবেশ ও মিষ্টিতে মশা-মাছি থাকায় মোঃ মারুফ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা, “মুসলিম বেকারী” খাবার প্যাকেটে লেভেল ব্যবহার না করায় আঃ করিম’কে ১০ হাজার টাকা জরিমানা এবং “অয়স্টোর রেষ্টুরেন্ট” ২৭, মনিপুরী পাড়া, তেজগাঁও, ঢাকাকে ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে খাদ্য বিক্রয় করায় আতিকুর রহমানকে ৩০ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিদা আক্তার ও মোঃ আব্দুল জব্বার মন্ডল। “ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে”।