
ওটা স্টাম্পিং হলেই যে বাংলাদেশ ম্যাচ জিতে যেত, এটা নিশ্চিত করে বলা যায় না। তবে ওই মুহূর্তে আরও একটা উইকেট কাজটা অনেক কঠিন করে দিত আফগানিস্তানের জন্য। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ উইকেটে ম্যাচ হেরে যাওয়ায় মুশফিকের ওই ভুলটাই বড় হয়ে এসেছে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফির ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও তাই প্রসঙ্গটা ঘুরেফিরে এসেছে। উঠেছে আগে অনেক ম্যাচে তাঁর করা এমন সব ভুলের কথাও। মাশরাফি অবশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর উইকেটকিপারের সামনে। হারের জন্য একা মুশফিককে দায়ী করতে রাজি নন তিনি, ‘ও যেমন আজ ভুল করেছে, তেমন অতীতে অনেক ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে কিন্তু ক্যাচ ধরেছে বা স্টাম্পিং করেছে। ভুল ক্রিকেটে হতেই পারে। একটা ম্যাচ হারার জন্য একজন খেলোয়াড়ের ওপর আলাদা করে দায় চাপাতে রাজি নই আমি।’
ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে গিয়ে কিপিং থেকে মুশফিকের মনোযোগ সরে যাচ্ছে কি না, সেই প্রশ্নও উঠল। মাশরাফি মানতে রাজি নন সেটাও, ‘এটা তো আপনারা সবাই জানেন বোধ হয় ও সবার আগে অনুশীলনে আসে। ব্যাটিং করে। তারপর কিপিং অনুশীলন করে। আমার কখনো চোখে পড়েনি সে ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে কিপিং থেকে মনোযোগ সরিয়ে ফেলছে। এই ভুলটা খেলারই অংশ।’
তাহলে অধিনায়কের চোখে হারের বড় কারণ কী? দুটি কারণের কথা বললেন মাশরাফি। প্রথমটার দায় ব্যাটসম্যানদের, ‘আমাদের প্রথম চারজন ব্যাটসম্যান উইকেটে থিতু হয়ে পরে আউট হয়ে এসেছে। এই ধরনের উইকেটে থিতু হওয়ার পর ব্যাটসম্যানের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকে। আজ আমরা সেটা পারিনি। আরও ৩০-৪০ রান হলে এই ম্যাচটা জেতা খুবই কঠিন হতো আফগানিস্তানের জন্য।’
দ্বিতীয় কারণটি বোলিংয়ের সময় আরও আক্রমণাত্মক হতে না পারা, ‘মাঝে ওদের একটা বড় জুটি হয়েছে নবী আর স্টানিকজাইয়ের মধ্যে। ওই সময় আমাদের আরেকটু আক্রমণাত্মক বোলিং হতে পারত। আমরা সেটা করতে পারিনি।’
প্রথম ওয়ানডেতেও খুব বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় ওই ম্যাচটা জিতেছিল মাশরাফির দল। কাল আর হলো না। মাশরাফি অবশ্য মনে করেন দুটি ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তাঁর দল, ‘সত্যি কথা বললে, প্রথম ম্যাচে আমরা ভাগ্যগুণে জিতেছি। এই ম্যাচটা তো হারতেই হলো। দুটি ম্যাচেই আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আশার কথা, এখনো আমাদের সিরিজ জেতার সুযোগ আছে। আমরা সেই চেষ্টাই করব।’
তবে এই হতাশার মাঝেও অধিনায়কের কণ্ঠে কালই ওয়ানডে অভিষেক হওয়া মোসাদ্দেকের প্রশংসা, ‘ব্যাটিংয়ে তো ভালো করেছেই, বল হাতেও সে এদিন ছিল দুর্দান্ত।