Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার এখন মৌলভীবাজার জেলার প্রতিটি পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে প্রতিমা নির্মানে সর্বোচ্চ উৎকর্ষতা সাধনের চেষ্টায় নিবেদিত । তাছাড়া পুজা আয়োজকদের বেড়েছে ব্যস্ততা।

ধর্ম,বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতির জেলা মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় সার্বজনীন সাড়ে ৮শতাধিক ও ব্যক্তিগত আরো প্রায় ২শতাদিকসহ ১হাজার পূজা মন্ডপে প্রতিমা তৈরীসহ মন্ডস্বজ্জায় চলছে কাজ। প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও বংশপরমপরায় অপরূপ সাজে নির্মান করে আসছেন দূর্গাদেবীর প্রতিমা। উৎসুক দর্শনার্থীদের এড়াতে মন্ডপ ঢেকে কাজ করতে হচ্ছে প্রতিমা নির্মাণকারীদের। রাত দিন পরিশ্রম করে শিল্পীরা তৈরি করছেন দুর্গা,লক্ষ্মী,স্বরস্বতী,কার্তিক, গণেশ,অসুর,মহিষ,সিংহের মৃন্ময় মূর্তি।

পুজা উদযাপন পরিষদের নেতারা জানান, মণ্ডপের সাজসজ্জাতেও থাকছে নানা চমক। পূজা শুরুর কয়েকদিন আগে মণ্ডপ পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে। পাশাপাশি সম্পন্ন হবে আলোকসজ্জা ও পূজার অন্যান্য আয়োজন। মন্দির প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করে তুলতে মন্দিরগুলোতেও চলছে ঘষা মাজা ও রংয়ের কাজ। পূজা মণ্ডপগুলোর সাজ সজ্জার কাজও চলছে পুরোদমে। প্রতিমার কাজ প্রায় শেষ এখন রংয়ের কাজ করে সাজানো হবে প্রতিটি দুর্গা। প্রশাসন ও সকল ধর্মের মানুষের সহযোগীতায় এবার শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা উদ্যাপিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

মৌলভীবাজারপুলিশ সুপার মো শাহ জালাল জানান, জেলায় সর্বত্র পুলিশ,আনসার,র‌্যাব,ভিডিআর সহ গ্রাম পুলিশ মোতায়নের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। শান্তিপুর্নভাবে পুজা সম্পন্ন যেন অনুষ্টিত হয় সেজন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে সহযোগীতার দাবী জানিয়েছেন পুলিশ সুপার।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা উৎসবের আমেজে ও শান্তিপুর্নভাবে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় অনুষ্টিত হবে- এমনটাই প্রত্যাশা মৌলভীবাজার বাসীর।