Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kভারতের সার্জিক্যাল অপারেশনের পাল্টা জবাব দেয়ার দাবি করেছে পাকিস্তান। পাল্টা হামলায় আট ভারতীয় সৈন্য নিহত ও এক সৈন্য আটক করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানের নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এর অনলাইন সংস্করণে বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করেছে।
ডন এর খবরে বলা হয, দুই দেশের সীমান্তের টাট্টা পানি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের পক্ষ থেকে এখনো অবশ্য এখনো এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আটক ২২ বছর বয়সী ওই সেনার নাম চন্দ্র বাবুলাল চৌহান। ভারতের মহারাষ্ট্রে প্রদেশে তার বাড়ি। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ডনের খবরে আরও বলা হয়, নিহত ওই ভারতীয় সেনাদের মৃতদেহ এখনো সীমান্ত রেখার ওপর পড়ে আছে। পাকিস্তানি সেনাদের দিক থেকে আক্রমনের ভয়ে তাদের মৃতদেহ এখনো উদ্ধার করা হয়নি।
পাকিস্তানি টিভি চ্যানেলে জিও নিউজের টকশো ক্যাপিটাল টক’এ সাংবাদিক হামিদ মীর অবশ্য দাবি করেন দুই সেক্টরের ঘটনায় ১৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। ওই শোতে উপস্থিত পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক অব. মেজর জেনারেল এজাজ আওয়ান হামিদ মীরের দাবির সতত্যা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে গুপ্ত হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়।
এ ঘটনায় পাকিস্তান দায়ী বলে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে ভারত। পরদিন রাতেই সীমান্তে দু’দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় ২ পাক সেনা নিহত হয়।