Mon. Oct 20th, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত একশ’ প্রশ্নের চেয়ে একটি কম প্রশ্নের মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রশ্নপত্র প্রণয়নকারীদের এমন উদসীনতায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, বাদ পড়া প্রশ্নটির জন্য সব পরীক্ষার্থীই বাড়তি এক নম্বর পাবেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, এবার গ ইউনিটের প্রশ্নপত্রে ১০০টি প্রশ্ন থাকার কথা থাকলেও ছিল ৯৯টি। এর মধ্যে বাদ পড়েছে ফিন্যান্স বিষয়ের একটি প্রশ্ন।
শিক্ষার্থীরা বলছেন, ছাপা ত্রুটির কারণে এমনি হয়ে থাকতে পারে। তবে তারা ঢাবির মত প্রতিষ্ঠান থেকে এমন ভুল হওয়ায় ক্ষোভ জানিয়েছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবায়েতুল ইসলাম জানান, সব শিক্ষার্থীকে ১ নাম্বার দিয়ে দেয়া হবে, যারা প্রশ্ন কম পেয়েছেন।
এর আগে খ ইউনিটের ভীর্ত পরীক্ষায় বিসিএস’র প্রশ্নের সঙ্গে ৫টি প্রশ্ন মিলে যাওয়ায় ব্যাপক সমালোচনা হয়।