Mon. Oct 20th, 2025
Advertisements

23kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : ৫ দিনের মাথায় স্থগিত হলো প্রাইম মুভার ট্রেইলার ধর্মঘট। শুক্রবার দুপুরে সিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের সাথে প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের অনুষ্ঠিত বৈঠকে ৫ দিনের চলমান ধর্মঘট স্থগিত করা হলো।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন ধর্মঘট স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা এনবিএসকে জানান চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহণে নিয়োজিত প্রাইম মুভার ট্রেইলার আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার বেলা ২টা থেকে প্রাইম মুভার ট্রেইলর চালকরা কাজে যোগ দিয়ে বন্দর থেকে কন্টেইনার পরিবহণ শুরু করেছে বলে জানান মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।