কুড়িগ্রামে জন্ম নেয়া সদ্য প্রয়াত বাংলার সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর জন্মশহর কুড়িগ্রামে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ তাঁর কবর সংলগ্ন কুড়িগ্রাম সরকারি কলেজ মসজিদসহ জেলা শহরের সকল মসজিদে লেখকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল মসজিদে মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, কলেজের সহযোগী অধ্যাপক কাজী শফিকুর রহমান,সহকারি অধ্যাপক মুকুলসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসকসহ সকল মুসলিমগণ কবির কবর জিয়ারত করেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার বিকেলে প্রখ্যাত এ কবির মৃত্যুর পর মরদেহ বুধবার কুড়িগ্রাম সরকারী কলেজ চত্বরে হেলিকপ্টারযোগে এনে কলেজ মাঠের পশ্চিমে কবিকে সমাহিত করা হয়।