খোলা বাজার২৪, শনিবার, ১ অক্টোবর, ২০১৬ : স্থলবন্দর বেনাপোলে নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের বেসরকারী টেলিভিশন: চ্যানেল “চ্যানেল আই”এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকালে বেনাপোলের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে প্রেস ক্লাব কক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চ্যানেল আইয়ের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি শ্হাজাহান সবুজ, গ্রামের সংবাদের সম্পাদক এম এ মুন্নাফ, দৈনিক গ্রামের কাগজের বেনাপোল প্রতিনিধি আব্দুল মান্নান, ইনডিপেনডেন্ট টিভির বেনাপোল প্রতিনিধি এমএ রহিম, যমুনা নিউজের বেনাপোল প্রতিনিধি রাশু, দৈনিক সংবাদের বেনাপোল প্রতিনিধি দেবুল কুমার দাস, লোক সমাজের মনিরুল ইসলাম মনির, বাংলানিউজের স্টাফ রিপোর্টার আজিজুল হক, ওহিদুল ইসলাম, আনিসুর রহমান, মিলন হোসেন, সেলিম রেজা, নাসির উদ্দিন, ফারুক হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। মাটি ও মানুষ,কৃষক ও সাধারণ মানুষের চ্যানেল। আগামীর দিনগুলোতে চ্যানেল আইয়ের অগ্রযাত্রা আরো বেগবান হোক এই কামনা করেন তিনি।