Tue. Oct 21st, 2025
Advertisements

11খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ :  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শহরের পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়েট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশী বাধাঁর মুখে পড়ে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ জেপি,জেলা শ্রমিকদলের সভাপতি আ ত ম মিছবাহ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম,আমিনুর রশিদ,ইকবাল হোসেন ও জেলা যুবদল নেতা মোঃ আব্দুল মজিদ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন এই অবৈধ আওয়ামীলীগ সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দমনপীড়ন চালাচ্ছে। অবিলম্বে বিএনপির আগামীদিনের স্বপ্নদষ্টা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান।