Tue. Oct 21st, 2025
Advertisements

14খোলা বাজার২৪, সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ : ঠাকাকুগাঁও কেন্দ্রিয় শ্মশান মন্দিরের ভেতর থেকে সোমবার সকালে (সাড়ে ৮টায়) গোকুল নামে এক সাইকেল মেকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোকুল শহরের কলেজপাড়ার বাসিন্দা।

স্বজনদের অভিযোগ, গত রাতে গোকুল তার স্ত্রী গীতা এবং মেয়ে বিপাশার সাথে পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে আসে। এর পর সে সারা রাত বাসায় ফিরেনি। আজ সকালে তারা লোকমুখে গোকুলের মৃত্যুর খবর জানতে পারে।

গোকুলের বড় ভাই বকুল জানান, তিনি শ্মশানের নৈশ্যপ্রহরির কাজ করেন। রবিবার রাত ১০টার পর থেকে সে সোমবার সকাল ৬টা পর্যন্ত শ্মশানেই ডিউটি অবস্থায় ছিলো। এরমধ্যে বহিরাগত দর্শণার্থী কেউ শ্মশানে আসেনি। সে চলে যাওয়ার পর হয়তো এঘটনা হতে পারে।

এব্যাপারে তদন্ত কর্মকর্তা (এসআই) কমল কুমার জানায়, গোকুলের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কন্দোলের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এঘটনায় গোকুলের স্ত্রী গীতা ও মেয়ে বিপাশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।