মুন্সিগঞ্জ : সিরাজদিখানে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মত বিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল রবিবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শায়লা ফারজানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী, চিত্রকোট ইউনিয়নের চেয়রম্যান সামছুল হুদা বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশিল সমাজ, সাংবাদিকবৃন্দ।
নতুন যোগদান উপলক্ষে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান প্রেসক্লাবের পক্ষ থেকে আহ্বায়ক কে. এন. ইসলাম বাবুল, সদস্য সচিব ইকবাল হোছাইন ইকু ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের পক্ষ থেকে সাহিত্য সংকলন প্রভাত দেন সংগঠনের নেতৃবৃন্দ।