Tue. Oct 21st, 2025
Advertisements

6খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেনা সদস্যকে হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-কে সহযোগিতার অভিযোগও আনা হয়। সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর ওয়াশিংটন এক্সামিনার।

অভিযুক্ত ব্যক্তির নাম নিলাশ মোহাম্মদ। তিনি ওয়াশিংটন ডিসির হায়াটসবিলের বাসিন্দা। শনিবার দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি এক মার্কিন সেনা সদস্যকে হত্যার পরিকল্পনা করছিলেন।
ম্যারিল্যান্ড জেলার অ্যাটর্নি রব রসেনস্টেইন বিবৃতিতে বলেন, পুলিশ ইনফর্মারের সহযোগিতায় অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে গ্রেফতার করা হয় নিলাশকে। সোমবার আদালতে প্রাথমিক শুনানি শেষে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারেন নিলাশ।
২৪ বছরের নিলাশ ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে যান। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসকে সমর্থন জানিয়ে এফবি আইয়ের নজরদারিতে আসেন নিলাশ। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন।