Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: নিজ দেশে এক পপ তারকার মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন হাউসা চলচ্চিত্র(উত্তর নাইজেরিয়ার হাউসা ভাষায় নির্মিত চলচ্চিত্র) তারকা রাহমা সাদাউ।

ভিডিওতে তার চরিত্র এক সবজি বিক্রেতার- গায়ক ক্লাসিক যার মন জয়ের চেষ্টা করছে।
প্রথমে পাত্তা না দিলেও শেষে তিনি হার মানেন। এবং সেসময় কিছু ঘনিষ্ঠ আলিঙ্গনের দৃশ্য রয়েছে।
ভিডিওটি প্রকাশের পরপরই দেশটির ইসলামপন্থীদের কোপানলে পড়েন রাহমা সাদাউ এবং সেই সাথে হাউসা চলচ্চিত্র শিল্প।
এই শিল্পের বিরুদ্ধে হাউসা এবং ইসলামি সংস্কৃতিকে অপমান করার অভিযোগ ওঠা শুরু হয়।
চাপের মুখে হাউসা চলচ্চিত্র শিল্প সমিতি (মোপ্পান) মিস সাদাউকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
সমিতির সভাপতি মুহাম্মাদু মাইকাবা বিবিসিকে বলেছেন, ‘এর আগেও আমরা সাদাউকে কয়েকবার সাবধান করেছি.. তিনি আমাদের ভাবমূর্তির পরোয়া করেন না।
রাহমা সাদাউ এখন ভারতে ছুটি কাটাচ্ছেন। তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।