Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: বিশ্বকাপের চূড়ান্ত আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইতালিয়ান এই ফুটবল কর্তার সুপারিশে বলা হয়েছে, শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে।
ফিফা সভাপতি নির্বাচনের আগে ৪০টি দল নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত আসর আয়োজনের প্রতিশ্র“তি দিয়েছিরেন ইনফান্তিনো।
৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আগামী জানুয়ারিতে পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হতে পারে বলে ৪৬ বছর বয়সী ফিফা সভাপতি জানান।
“আমরা পরিকল্পনাগুলো নিয়ে এ মাসে আলোচনা করবো। ২০১৭ সালের মধ্যে সব কিছু নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।”
গত ফেব্র“য়ারিতে ফিফা সভাপতির দায়িত্ব নেয়া ইনফান্তিনোর প্রস্তাবে বলা হয়, প্রথমে ৩২টি দল একটি প্রিলিমিনারি নকআউট রাউন্ড খেলবে। এখান থেকে ১৬টি দল গ্রুপ পর্বে পৌঁছাবে। আর আগে থেকেই বাছাই ১৬টি দল থাকবে। এই ৩২ দল নিয়ে হবে গ্রুপ পর্ব।
“এর মানে আমরা (বর্তমানের মতোই) ৩২ দল নিয়ে একটি স্বাভাবিক বিশ্বকাপ করতে পারবো, কিন্ত উৎসবে অংশ নিতে পারবে ৪৮টি দল।”
“ফিফার পরিকল্পনা সারা বিশ্বে ফুটবলের উন্নয়ন ঘটানো এবং বিশ্বকাপ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইভেন্ট। এটা প্রতিযোগিতার চেয়েও বড় কিছু, এটা একটি সামাজিক ইভেন্ট।