Mon. Oct 20th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয়? রক্তের গ্রুপ এক হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এমন প্রশ্নের মুখোমুখী হতে হয় চিকিৎসকদের।

স্বামী-স্ত্রীর রক্তর গ্রুপ একই হলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি স্ত্রীর নেগেটিভ রক্তের গ্রুপ থাকে এবং স্বামীর পজিটিভ গ্রুপ থাকে। তাহলে সমস্যা হয়ে থাকে। যাকে জয ওংড়রসসঁহরুধঃরড়হ বলে। সেটারও সহজ চিকিৎসা বা টিকা আছে। অনেকের ভ্রান্ত ধারণা- বাবা মায়ের রক্তের গ্রুপ এক হলে বাচ্চার থ্যালাসেমিয়া হয়। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, থ্যালাসেমিয়া রোগ ক্রোমোজোম এবনরমালিটি থেকে হয়।
বিশ্বে ৩৬% ‘ও’ গ্রুপ, ২৮ ভাগ ‘এ’ গ্রুপ, ২০% ‘বি’ গ্রুপ। কিন্তু এশিয়াতে প্রায় ৪৬% মানুষের রক্তের গ্রুপ ‘বি’। এশিয়ায় নেগেটিভ ব্লাড গ্রুপ ৫%, সেখানে ইউরোপ আমেরিকাতে প্রায়