Mon. Oct 20th, 2025
Advertisements

33খোলা বাজার২৪, মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬: বর্তমানে পাক-ভারত উত্তেজনা চরম অবস্থায়। এই অবস্থায় যদি ভারত আক্রান্ত হয় তবে প্রতিশ্রতি অনুসারে বাংলাদেশ তার পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, পাকিস্তানর যদি ভারতে আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে। কারণ ভারতে সফরের সময় আমি এ আশ্বাসই দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক কানাডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও তথ্যা না পাওয়ায় তাকে জামিন দেয়া হয়েছে। তবে যেকোনো প্রয়োজনে তাকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করতে পারবে।
সীমান্তে হত্যা বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কতৃক বাংলাদেশী হত্যা কমিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে, যেন তারা কোন অবস্থাতেই কারো উপর গুলিবর্ষণ না করে।
জঙ্গি নিমূলে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এসময় অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।