খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: কুড়িগ্রামের চিলমারীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে করিমন বেগম (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ছোট কুষ্টারী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমন ছোট কুষ্টারী এলাকায় ভাতিজির বাড়িতে বেড়াতে এসে পার্শ্ববর্তি রেল লাইনে বেঁধে রাখা ভাতিজির ছাগলকে বাঁচাতে গিয়ে তিস্তা থেকে ছেড়ে আসা রমনাগামী ট্রেনের নিচে পড়লে তার এক হাত, এক পা কাঁটা পড়ে এবং মাথার চামড়া ছুলে যায়। তাৎক্ষণিক ওই বৃদ্ধাকে চিলমারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসারত অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত হয়। করিমন বালাবাড়ীহাট মহিয়ত সুন্নাহ এলাকার মৃত হবিবরের মেয়ে এবং তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন বলে জানাগেছে।