Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ৫ অক্টোবর, ২০১৬: সুন্দরবন ধ্বংসী রামপাল চুক্তি বাতিলের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল বাসদ।

বুধবার দুপুরে কুড়িগ্রামের জিরো পয়েন্ট শাপলা চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, জেলা বাসদ এর সদস্য সচিব ফুলবার রহমান, বাসদ নেতা রাজারহাট উপজেলার সমন্বয়কারী কমরেড প্রভাত রায়, রৌমারী উপজেলার সমন্বয়কারী কমরেড আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বাসদের নেতা কমরেড এ্যাডভোকেট আবুল বাশার মঞ্জু, মোনাব্বার হোসেন মিন্টু প্রমূখ।

বক্তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নামে পৃথিবী খ্যাত একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।