খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: রানী মুখার্জি অভিনীত শেষ ছবি ছিল ‘মরদানি’। এরপর বিয়ে ও সন্তান জন্মদানের কারণে আর কোনো ছবিতে অভিনয় করেননি তিনি।
তবে এবার বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তার। সদ্য একটি ছবিতে সই করেছেন তিনি। পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার নতুন ছবিতে কাজ করবেন এ নায়িকা। এর পরিচালক ২০১০ সালে তৈরি করেছিলেন ‘উই আর ফ্যামিলি’ ছবিটি, যা ছিল বেশ প্রশংসিত। এবার তার নতুন ছবি প্রযোজনা করবেন আদিত্য চোপড়া। সিদ্ধার্থ প্রথমে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন আদিত্যকেই। পরে রানীও ছবির কাহিনী শুনে পছন্দ করেন। ছবিতে থাকবে জোরালো সামাজিক বার্তা।
‘মরদানি’র মতো এখানেও মুখ্য চরিত্রে থাকবেন রানী। মেয়ে আদিরার জন্মের পর এটাই হতে চলেছে তার প্রথম ছবি। এর মাধ্যমে তিন বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ডিসেম্বরে এক বছর বয়স হবে আদিরার। তারপরেই রানী এ ছবির কাজে হাত দেবেন বলে জানা গেছে। মেয়ে একটু বড় হতেই আবার পুরোদমে কাজে ফেরার কথাও ভাবছেন নায়িকা। ইদানীং মাঝে মধ্যেই স্ক্রিপ্ট-রিডিং সেশনে বসেন রানী। চলছে আগামী দিনের ছবি বাছাইয়ের কাজ। সব মিলিয়ে ভালোভাবেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন রানী।