Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: সৌদি আরব এবং মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীরা যাতে দালালদের খপ্পরে না পড়ে এবং নির্ধারিত অভিবাসন ব্যয়ে যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশগামী কর্মীদের যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, হয়রানীর শিকার হতে না হতে হয়- সে বিষয়েও কার্যকর উদ্যোগ নিতে বলেছে তারা।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ‘বিদেশ গমনেচ্ছুরা দালাল দারা প্রতারিত হয়ে সর্বশান্ত’ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত এ ধরনের খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
এসময় সৌদি আরব এবং মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীগণ যাতে দালাল কর্তৃক প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে পথে না বসে, সে দেশে গিয়ে মারাত্মক বিড়ম্বনার শিকার হয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য না হয় এবং নির্ধারিত অভিবাসন ব্যয়ে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কমিটি স্পস্ট জানিয়ে দেয়- ‘সৌদি আরব এবং মালয়েশিয়ায় গামী কর্মীদের কাছে থেকে বেশি টাকা নয়’।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মো. আয়েন উদ্দিন, মাহজাবীন মোরশেদ ও বিশেষ আমন্ত্রণে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি অংশ নেন।
বৈঠকে সম্প্রতি সৌদি আরব এবং মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ, ইতালী শ্রম বাজার পুণরায় উন্মুক্তকরণ ইতালী ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদন, গামকা অফিস, গুলশান, ঢাকাকে স্থানান্তর/বিকেন্দ্রিকরণ এবং গাজীপুরের কড্ডা নন্দন-এ আন্তর্জাতিকমানের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানটির কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে গাজীপুরের কড্ডা নন্দন-এ আন্তর্জাতিকমানের ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানটির যাবতীয় কাজ সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয় এবং বায়রাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।