Mon. Oct 20th, 2025
Advertisements

55খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: হিন্দু ধর্মাবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং পবিত্র আশুরা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
আগামীকাল ৭ অক্টোবর শুক্রবার থেকে ১৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা আটদিন আমদানি রফতানিসহ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ অক্টোবর শনিবার থেকে বন্দরের সকল কার্যক্রম আবার চালু হবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিব শাহিনুর ইসলাম জানান, ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আগামী আটদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা তাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনজিত মজুমদার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজা, পবিত্র আশুরা, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আটদিন আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু থাকবে।