Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
Captain Jos Buttler says England are ready for their first one-day international against Bangladesh
Captain Jos Buttler says England are ready for their first one-day international against Bangladesh

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৬ অক্টোবর, ২০১৬: ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ কথা নয়। তা হাড়ে হাড়ে টের পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ আফগানিস্তানও বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে।

শুক্রবার থেকে শুরু হবে ইংল্যান্ডবধের পালা। মিরপুর বেলা আড়াইটায় বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ড। জয়ের পরিসংখ্যান হিসাব করলে বাংলাদেশের চেয়ে অনেক উপরে ইংল্যান্ড।
তবে ঘরের মাঠে টানা ৬টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাছাড়া ইংলিশদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচেও জয় রয়েছে মাশরাফি বাহিনীর। তাই তো আসন্ন সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
বৃহস্পতিবার মিরপুরে ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির হন বাটলার।
তিনি বলেন, ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশই ফেভারিট। তাদের হারানোটা খুবই কঠিন হবে। অবশ্যই কঠিন একটা সিরিজ হবে।
এর আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি বলেন, ব্যাটসম্যানরা রানের মধ্যে আছে। যদি ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে অবশ্যই ভালো কিছু হবে।