Mon. Oct 20th, 2025
Advertisements

4খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: পঞ্চম দিনের মতো রাজধানীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হচ্ছে। শুক্রবার সকালে এই স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন রোড ও সার্কিট হাউজ রোড এলাকার ভোটাররা স্মার্টকার্ড পাবেন। এছাড়া উত্তর সিটি করপোরেশনের উত্তরা-১ নম্বর ওয়ার্ডের উত্তরা মডেল টাউন সেক্টর-৯ এ কার্ড বিতরণ করা হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।
গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ।