Mon. Oct 20th, 2025
Advertisements

6খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: সাধারণত প্রেমিকাদের জন্য অপেক্ষা করে থাকেন প্রেমিকরা। কিন্তু তার যে ব্যতিক্রমও আছে তার প্রমাণ দিলেন দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিও-তে ‘বিগ বস সিজন ১০′-এর উদ্বোধনী এপিসোডের শুটিং করতে যান দীপিকা। মূলত ভিন ডিজেলের বিপরীতে তার আগামী হলিউড ছবি প্রোমোট করার জন্য। আর রণবীরও সেদিন হাজির ছিলেন মেহবুব স্টুডিও-তে। অন্য আরেকটি ফ্লোরে জয়া আখতারের সঙ্গে একটি চ্যাট শো-এর শুটিং করছিলেন তিনি।
রণবীরের শুটিং শেষ হবার আগেই শেষ হয়ে যায় দীপিকার শুটিং। সময় কাটানোর জন্য বেশ খানিকক্ষণ সালমানের সঙ্গে এমনিই গল্প করতে থাকেন তিনি। এমনকি, তিনি স্বীকারও করে নেন যে রণবীরের জন্য তিনি অপেক্ষা করছেন। তখনও রণবীর কাজ শেষ না হওয়ায় শেষমেশ স্টুডিওর বাইরে এসে নিজের গাড়িতে অপেক্ষা করতে থাকেন দীপিকা। তাও আবার এক-দু‘মিনিট না, প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করার পর অবশেষে নিজের কাজ সেরে বেরিয়ে এসে দীপিকার গাড়িতে উঠে তার প্রভাদেবীতে অবস্থিত বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান দুজনে।
রণবীরে জন্য ধৈর্য ধরে দীপিকার এই অপেক্ষা প্রমাণ করে দিল দুজনের সম্পর্ক এখন ঠিক কোন পর্যায়ে আছে।