Mon. Oct 20th, 2025
Advertisements

8খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: সদ্যসমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অনেকটাই উপেক্ষিত ছিলেন ইমরুল কায়েস। প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেয়ে ৩৭ রানের একটি ইনিংস খেললেও শেষ দুই ম্যাচের দলে রাখা হয়নি তাঁকে। সেই ইমরুলই ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে প্রস্তুতি ম্যাচে দারুণ একটি শতক করে উপেক্ষার জবাবটা দিয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের দলে ইমরুলকে রাখা হবে কি না, তা নিয়ে এখন জোর আলোচনা চলছে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটি সূত্রে জানা যায়, আজকের ম্যাচের একাদশে বাঁহাতি ওপেনার ইমরুলের থাকার সম্ভাবনা প্রবল।
ইমরুল দলে জায়গা পেলে বাদ পড়তে পারেন ওপেনার সৌম্য সরকার। শুধু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি তিনি।
প্রস্তুতি ম্যাচে ৪৬ রানের দারুণ একটি ইনিংস খেলে দলে ঢোকার দরজায় কড়া নাড়ছেন অলরাউন্ডার নাসির হোসেনও। কিন্তু তাঁকে দলে নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এই জায়গায় দলে সুযোগ পেয়েই নিজেকে ভালোভাবে মেলে ধরেছেন।
দলে আরেকটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। পেস বোলিংয়ে শফিউল ইসলামের জায়গায় নেওয়া হতে পারে আল-আমিন হোসেনকে। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খুব বেশি ভালো করতে না পারলেও এক উইকেট নিয়ে নির্বাচকদের কিছুটা আস্থা পেয়েছেন।
তাই সব মিলিয়ে বলা যায়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের বাংলাদেশ একাদশে সাত ব্যাটসম্যান, তিন পেসার ও একজন স্পিনার নেওয়া হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও মোশাররফ হোসেন রুবেল।