Mon. Oct 20th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এসময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (৮ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ৯ ও ১০ অক্টোবর এ বন্দর দিয়ে শুধুমাত্র মাছ রফতানি করা হবে। এছাড়া ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলেও জানান তিনি।