Mon. Oct 20th, 2025
Advertisements
800x480_image56348017খোলা বাজার২৪,শনিবার,০৮ অক্টোবর, ২০১৬: জঙ্গি আস্তানা’ সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

শনিবার ভোর থেকে একতলা ওই বাড়িটি ঘিরে রাখেসদস্যরা।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।

জানা গেছে, আতাউর রহমান নামের এক ব্যবসায়ী ওই বাড়িটির মালিক। তিনি রাজধানী ঢাকায় থাকেন।

স্থানীয়রা জানায়, দেড় মাস আগে তিনি এই বাড়িটির নির্মাণকাজ শেষ করেন। আর এক মাস আগে ভাড়া দেয়া হয়। তবে ভাড়াটিয়ার নাম-পরিচয় জানা যায়নি।

অভিযানের খবরে হাড়িনাল এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে। তবে তাদের কাউকে বাড়িটির কাছে যেতে দেয়া হচ্ছে না।