খোলা বাজার২৪, শনিবার, ০৮ অক্টোবর, ২০১৬: কুলেন্দু শেখর দাস ,সুনামগঞ্জ :বোধনে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার সপ্তমীদিনে শুরু হয়েছে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে।
বেল গাছের নীচে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে ৫দিনব্যাপী এ পূজার আজ শনিবার মহাসপ্তমীর দিনে সকাল থেকে বিভিন্ন পূজামন্ডপে পাপ মোচনের আশায় এবং মানবজাতির সুখ, শান্তির আর সমৃদ্ধি কামনার লক্ষ্যে হাজারো ভক্তবৃন্দ আর পূজারীরা মায়ের চরণে পূষ্পার্ঘ অর্পণের জন্য উপস্থিত হন। মন্ডপগুলোতে কাসা,শংঙ্ক ঢাকঢোল,আর উলুধবনিতে মুখরিত হয়ে উঠে। চলতি বছর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মিলে মোট ৩৫১ টি পূজামন্ডপে দূর্গাপূজা শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু বিমল বণিক।
হিন্দুদের পৌরানিক মতে ত্রেতাযুগে ভগবান রাম তার ন্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দূর্গার অকালবোধন করেন। ব্রক্ষ্রার নির্দেশ অনুযায়ী দূর্গার সাহায্যে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন তিনি। দূর্গাও সেই আগমনের সময়ই দূর্গোৎসব। দশভ’জা দেবী দূর্গা অসুর কংসকে বধ করে প্রথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শরতে তিনি কৈলাস ছেড়ে কন্যারুপে এ বছর ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসেন মা দুর্গা। আবার ঘোড়ায় চড়ে কৈলাসে ফিরে যাবেন।
এদিকে পুরো জেলার পূজামন্ডপগুলোতে পূজা নির্বিঘœ করতে এবং যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আনসার,পুলিশ ও র্যাবের সদস্যরা নিয়োজিত আছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ হারুণুর রশিদ। তিনি বলেন যেকোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবর সদস্যদের ও প্রস্তুত রাখা হয়েছে।