Tue. Oct 21st, 2025
Advertisements
freedomfighter

খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ২ হাজার ৩৬৭ জন গেরিলার ‘মুক্তিযোদ্ধা স্বীকৃতি’ নিয়ে হাই কোর্টের দেওয়া রায় চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে।

রাষ্ট্রপক্ষের এক আবেদনে সাড়া দিয়ে রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি ৩০ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

ওই সময় পর্যন্ত হাই কোর্টের রায় চেম্বার আদালত স্থগিত করেছে বলে গেরিলা মুক্তিযোদ্ধাদের আইনজীবী সুব্রত চৌধুরী জানান।

২ হাজার ৩৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার তালিকা সম্বলিত গেজেট বাতিলে সরকারের জারি করা প্রজ্ঞাপন গত ৮ সেপ্টেম্বর অবৈধ ঘোষণা করে রায় দেয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।

ওই রায় স্থগিতের আবেদন নিয়েই চেম্বার আদালতে আসে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।