খোলা বাজার২৪, রবিবার, ০৯ অক্টোবর, ২০১৬: বিগত বছরের ধারাবাহিকতায় এবারও রামগড় পৌরসভার ৩নং পৌরওয়ার্ড কাউন্সিলর বিষ্ণু কুমার দত্ত রামগড় গর্জনতলীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী সনাতন ধর্মালম্বীদের মাঝে শাড়ী, লুঙ্গী, টি শার্ট ও ধুতি বিতরণ করেন। তিনি নিজ তহবিল থেকে নিজ উদ্যোগে প্রতি বছরের ন্যায় মুসলিমদের ঈদ, সনাতন ধর্মালম্বীদের পূজা উপলক্ষে গত ছয় বছর কাপড় ও নগদ অর্থ সহ সহায়তা দিয়ে আসছেন।
কাউন্সিলর বিষ্ণু কুমার দত্তের মত গরীব দূ:খীদের পার্শ্বে দাঁড়ানো সমাজের বিত্তবানদেরও উচিত। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ।